ইচ্ছে করছে
দূর কোথাও….. নিভৃত নির্জনে
খসাই অশ্রু নিমগ্ন ধ্যানে!
ক্লেদচাপা বুকে
পোড়াই রবিয়াল দুপুর
তীব্র তৃষ্ণ লগনে; মর্মর কাঞ্চনে নিংড়াই হৃদয়
জপি মহানাম… বিগলিত ধারায়
খুঁজি
হারানো বাঁশির সুর, প্রিয় বদনাম!!
2 thoughts on “প্রিয় বদনাম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষপ্তি সুন্দর লিখেছেন প্রিয় কবি মি. দাউদুল ইসলাম। শুভ কামনা জানবেন।
হৃদয়ের অব্যক্ত বেদনা
নির্জনতায় খুঁজে পেতে চায় অস্তিত্ব।
সুন্দর কাব্যিক নিবেদন ও অনুভবের বিচ্ছুরণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।