কে কাকে পোড়ায় বলো। খরা না অগ্নি।
তিক্ত সুরা পাত্র খালি হতে থাকে। নিগূঢ় আঁধারে জীবনের বহ্নি শিখা।
রক্তের লালিমায় বিচ্ছুরিত আলো। প্রেমের উৎপ্রেক্ষা প্রতিমা।
প্রদীপের নিচে ভীষণ কালো ক্রোধ। আগ্নেয় গিরির বিস্ফোরিত মুখ।
কে কাকে পোড়ায় বলো।
কবিতার খাতায় নীরব অশ্রু অঝরে নেমে এলো।
সুন্দর কবিতায় শুভকামনা। ভালো থাকুন প্রিয় কবি স্যার দাউদুল ইসলাম।
ভালোবাসার অনলে পুড়ে কবিতা হোক খাঁটি