ঘুমহীন প্রলাপ

রাত গভীর, ঘুম আসেনা
জানালায় পাতাগুলো হাতছানি দিচ্ছে
নজর করে দেখি খুব
কাকে ডাকে ওরা?
হঠাৎ দেখি বারান্দায় কে হাঁটছে?
আরে চাঁদ নেমে এলো কখন?
তাইতো ভাবছি আজকের অন্ধকার
আকাশকে কেন ঢেকে রেখেছে
খবরে শুনেছিলাম হারিয়েছে নাকি চাঁদ
অথচ এই বারান্দায় সুধাময় হায়
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে!

বিশ্ব সংসারে সবাই চন্দ্র চায়
আমি চাইনি, অথচ
দ্যাখো এখেনে উনি

সবটা সময় পৃথিবীর সমস্ত সুন্দর
ছুটে আসে কোলে
তবু খুব সাধারণ যাকে কেউ চায়নি কখনো
যাকে চাঁদ মনে হয়েছে শুধুই আমার
তাকে চেয়েছি বারবার, কতবার
তাকেই পাইনি নিজের করে
প্রয়োজন নেই, তবু অন্যরা নিয়ে গেছে তাকে।

3 thoughts on “ঘুমহীন প্রলাপ

  1. অসাধারণ মানের কবিতা … সব সময়ই ভালো লাগে। শুভকামনা প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।