আগমনী

24331114_n

শরতের পেঁজা তুলোর মতো মেঘেদের সাথে, সোনাঝুরি রোদগুলো যেন ভিতরে বাইরে লুকোচুরি খেলছে। ওই যে দূরে নীলাম্বরের নীল সরোবরে কতগুলো সাদা মেঘ, মনে হয় যেন সাদা হাঁস, মনের আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে। চারিদিকে ঝলমল করছে অথচ পোড়াচ্ছেনা মনটাকে।

একটা সুন্দর অনুভুতিতে মাখিয়ে রাখছে। শরৎ রানীর আগমনে সোনালি রোদ, পেঁজা তুলোর মতো মেঘেদের সাথে মিশে দখিনা বাতাসকে সাথে নিয়ে গান গাইছে। কয়েকদিন আগেই বৃষ্টিরা এসে পরিপাটি করে ধুয়ে মুছে দিয়েছে মাঠ, ঘাট, প্রান্তর। শিউলি, ছাতিম, কাশ তাদের ফুলের ডালি সাজিয়ে অপেক্ষায়। রাত পোহালেই তিনি আসছেন যে। তাই দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার আগমন বার্তা।

3 thoughts on “আগমনী

  1. রাত পোহালেই তিনি আসছেন যে। তাই দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার আগমন বার্তা। ____ শুভ কামনা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শরতের যে একটা রঙ খুব সুন্দর করে এঁকেছেন কবি দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।