৪+৪/৪+২
পিতা মাতার বিশৃঙ্খলায়
কাঁপে শিশু ভয়ে,
বিশৃঙ্খলার ভেতর থেকে
সব জ্বালা যায় সয়ে।
কোমল মনে আঘাত পায়’রে
ছোট্ট একটা তবে
তাদের সাথে ভালো কথা
বলতে তবে হবে ।
নইলে তারা বিপথ যাবে
হবে না’কো ভালো,
জীবন থেকে মুছে যাবে
ধরার সকল আলো।
ছেলেমেয়ের সামনে রে ভাই
রীতি ভালো রাখো
পরিবারের সবে মিলে
সুখে শান্তি থাকো।
পিতা মাতার আচরণে
সন্তান পায় ভাই কষ্ট,
একটি ভুলের জন্য হয়’রে
কয়টা জীবন নষ্ট।
রচনাকালঃ
১০/০৭/২০২১
পিতা মাতার আচরণে
সন্তান পায় ভাই কষ্ট,
একটি ভুলের জন্য হয়’রে
কয়টা জীবন নষ্ট।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
বেশ চমৎকার লেখা ভালো লাগলো শুভ কামনা রইলো অফুরন্ত