আড়ালের কষ্ট দীঘল

58076

উৎসর্গ: শ্রদ্ধেয় জিয়া রায়হান।

একটি বৃত্ত ভাঙ্গার প্রত্যয়ে…
নীল অন্তরীক্ষের বুক ছিরে উকি দেয়
আড়ালের কষ্ট দীঘল
শ্যামলিমা বৃক্ষের কোঁকড়া শিরে একাকী পাখি
সন্ধ্যা মলিন রুক্ষ্ণতায় ফুটে আছে হিসেবের গরমিল।

দূর সুদূরে ফেলে আসা মাঠ, পথ ঘাট ঝিল
ডানার আবেশে ভর করে অবাধ অবসাদ
ফেরার মত গন্তব্য নাই
অনীড় সন্ন্যাসের গেরুয়া বসনে নিবিড় কষ্ট বিষাদ!

অন্তহীন চেতনায় ডুবে থাকে নিখাদ স্বপ্ন
বহুদিন ধরে যে নীলে আবাদ করেছে স্বাধীনতার মুক্ত ডানা
নির্বিবাদ সেই ক্ষণ গড়িয়ে গেছে উন্মাদ বিচরণে
হঠাৎ করে সবি যেন লাগছে অচেনা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “আড়ালের কষ্ট দীঘল

  1. চমৎকার কবিতায় শুভকামনা উভয়ের জন্যই। ধন্যবাদ প্রিয় কবি স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।