তোমার সাথে বন্ধুত্ব করে লাভ কি বলো?
কি নেই তোমার? ধন-সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা প্রতিপত্তি?
তারচে ভালো এসো বন্ধু হই তাদের…
বেঁচে থেকেও যারা মৃত প্রায়, বয়সের ভারে নুয়ে পরা বৃদ্ধ বা
প্রায় ধবংস হয়ে যাওয়া মনের ঘর, শুকিয়ে যাওয়া নদী কিংবা
ঝরে পড়া সবুজ পাতা, হেরে যাওয়া রাজা…
অতঃপর, এসো বন্ধু হই প্রকৃতির, ধর্ম-কর্ম এবং স্রষ্টার
রোদেল আলোয় আলোকিত হোক প্রতিটি মূহুর্ত আজ ও আগামীর…
চমৎকার আহ্বান কবি দা
কবিতায় প্রাণঢালা শুভ কামনা প্রিয় কবি। এভাবেই শব্দনীড়ের পাশে থাকুন।
নান্দনিক উপস্থাপন।শুভ কামনা অহর্নিশ