আকাশে সফেদ মেঘ দেখলে
সফেদার কথা মনে হয়,
দুধ ধবধবে দাঁতের কামড়।
শরতের আকাশে মেঘ উড়ে যায়
সফেদ মেঘ, আমি তড়পাই;
সফেদায় কামড়ের পরে
ধবধবে দাঁতের হাসি আর দেখি না
তুমি এখন অন্য আকাশ।
আকাশে সফেদ মেঘ দেখলে
সফেদার কথা মনে হয়,
দুধ ধবধবে দাঁতের কামড়।
শরতের আকাশে মেঘ উড়ে যায়
সফেদ মেঘ, আমি তড়পাই;
সফেদায় কামড়ের পরে
ধবধবে দাঁতের হাসি আর দেখি না
তুমি এখন অন্য আকাশ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।
সব তুমিরা কেন অন্য আকাশ হয়…?!