স্নিগ্ধময়

images নসন

একটা স্নিগ্ধ মায়া ভরা রাত-
ঘুম পারানি স্বপ্ন শুধুই স্বপ্ন
দুহাতে রাতের রত্ন ফুরায়!
রঙ করা ক্ষণ দক্ষিণা বাতাস-
উড়ে- উড়ে যায়, সোনালি দিন;
অথচ একখণ্ড দুপুরের ক্লান্তি
বিন্যাস সেজেছে অগুণতিক-
শুধু ঝরা পাপড়ির মতো!
দেখো, পরে থাকি গন্ধহীন মাটি
তারপর জোছনা ঢাকলেই বা কি?
ভোর আবার ডাকবে স্নিগ্ধময়।
২৮ আশ্বিন ১৪২৮, ১৩অক্টোবর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “স্নিগ্ধময়

  1. পরে থাকি গন্ধহীন মাটি
    তারপর জোছনা ঢাকলেই বা কি?
    ভোর আবার ডাকবে স্নিগ্ধময়। ___ জীবনের নৈমিত্তিক অনুভূতি। বেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জি কবি শাওন দা পাঠ করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।