বাঁশি বাজিয়ে কে যেন বলছে,
আগুন! আগুন!
বৃক্ষ থেকে কেউ ছিঁড়ে ফেলছে পাতা
আর বলছে, এই তো তোমাদের আয়ু বিয়োগের
বিকেল! এই তো তোমাদের সর্বনাশের ভোর!
আমরা সবাই সেই আওয়াজ শুনছি,
আমরা দেখছি চোখের সামনেই
ডুবে যাচ্ছে আমাদের তরী! অথচ কিছুই
করছি না! কিছুই বলছি না!
মুনাফার ঘোর গ্রাস করছে আমাদের মনন,
প্রজন্ম হাত উঁচু করছে-
কিন্তু কেউ বাড়িয়ে দিচ্ছে না হাত!
অথচ মানুষের তো শেষ পর্যন্ত
জয়ী হওয়ার কথা ছিল ;
কথা ছিল প্রতিটি শীতে, আক্রান্ত মানুষের
মাঝে উষ্ণতা বিতরণের!
_____________________
# নিউইয়র্ক, ০৮ অক্টোবর ২০২১
শুক্রবার √
চমৎকার কবিতায় শুভকামনা প্রিয় কবি প্রিয় ফকির ইলিয়াস ভাই।
সত্যিই এখন আগুন জ্বলছে বাজারে । গরিব মরবে না খেয়ে
অন্যরকম স্বাদ কবি দা