পোড়োবাড়ি নেই কানাগলি নেই
শ্মশানে বিজলি আলো –
ভূতেরা কি মরে ভূত হয়ে গেছে?
সমস্যা জমকালো ৷
ভূত মরে ফের ভূত যদি হয়
এ ভূত কেমন তবে?
এরা কি আগের ভূতেদের চেয়ে
ভয়ানক বেশি হবে ?
ভূতেদের বাড়ি নাই যদি আর
কোনখানে থাকে এরা ?
ঘর বেঁধে থেকে মানুষেরই মত
করে বুঝি চলাফেরা ?
ভূত যদি ঘোরে শহরে ও গাঁয়ে
মানুষের বেশে শেষে –
তবে তো এ ভূত চেনা ভারি দায়
কে ভূত ? মানুষ কে সে ?
বেশ ছন্দময় ছড়া পাঠ করলাম কবি দা
ধন্যবাদ | শুভ কামনা



চমৎকার এবং দারুণ ফিনিশিং লাইন। শুভ কামনা প্রিয় কবি মি. দেবনাথ।
শুকামনা সতত