ভেদাভেদ যে চাই না আমরা
জীবনে চাই সুখ
মিলেমিশে থাকলে পারে
আসবে নাকো দুখ।
জাত্যভিমান যুদ্ধের কারণ
পেটে নাইরে ভাত,
এমন করে যায় না তবু
কোনো দিবস রাত।
মুচি কামার কুমার জেলে
সবাই মানুষ ভাই,
তাদের মতোন দেবতুল্য
ধরার বুকে নাই।
মানুষ মানুষ নেইকো তফাৎ
কিসের দ্বন্দ্ব আজ,
বসে বসে জাতের আলাপ
নেইকো কোনো কাজ।
ধর্মের বিশ্বাস সবার সমান
ফারাক নেই তো আর,
সকলের ওই সৃষ্টিকর্তা
সকল সৃষ্টি তার।
রচনাকালঃ
১৪/০৭/২০২১
৪+৪/৪+১
মানুষ মানুষ নেইকো তফাৎ
কিসের দ্বন্দ্ব আজ,
বসে বসে জাতের আলাপ
নেইকো কোনো কাজ। ___ সর্বৈব সত্য।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
আমরা যেন মিলেমিশেই থাকতে পারি…
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।