পাখিরা উড়তে শিখলে আকাশ বড় হয়।
বৃক্ষরা ডাল মেলায় পৃথিবীর দিকে-
হাওয়ারা যৌন্মিল সংসার-সংসার খেলে
দূর হতে অদূর, লালিত চৈতপুঁজির
প্রাক্তন ফসলের মাঠ; ফুরফুরে উত্তেজনা-
দা কাটাকাটি, মেঘ-রোদ হামাগুড়ি খায়
ক্ষেতের পেরেকে-দিগন্ত, টের পায়-সব
বিউগল সুর কিংবা অঙ্কুর বীজ-
মৃত্যু-পতন ঠেলে বেরোয় পরমায়ু চাষ
ফুল প্রসাধনের হাত-হাতুড়ে পেটানো মেরামত!
পরিচ্ছন্ন কবিতায় অনেক অনেক শুভেচ্ছা কবি টিপু সুলতান। স্টে হোম।
দারুণ অনুভূতি প্রকাশিত হয়েছে আপনার এই লেখায়…