কি মায়ায় বাঁন্ধিলা

1836_n

কি মায়ায় বাঁন্ধিলা আমায়
বন্ধুরে…
তোরেতো ভুলে থাকা দায়।
অন্তরেতে প্রেম বাড়াইয়া
চইলা গেলা কোন অজানাই।

দেহ দিলা, আদর দিলা মনতো দিলা না
তোরে ভালোবেসে আমি হইলাম দিওয়ানা।
তোরই লাইগা কাঁন্দি এখন
বইসা নিরালায়।

কি মায়ায় বাঁন্ধিলা আমায়
বন্ধুরে….
তোরেতো ভুলে থাকা দায়।

ভুলিবো কেমনে তোর প্রেমের’ই কথা
এই মনে যে দিছো তুমি দুঃখ কষ্ট ব্যথা।
তোরই লাইগা নিশিদিন আমি
কলিজাটা পুড়াই।

কি মায়ায় বাঁন্ধিলা আমায়
বন্ধুরে….
তোরেতো ভুলে থাকা দায়।

2 thoughts on “কি মায়ায় বাঁন্ধিলা

  1. চমৎকার এবং অসামান্য গীতিকবিতা। অভিনন্দন প্রিয় কবি সুজন হোসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।