তোমার আহ্লাদী কবিতা

24742

নীলাভ দু’চোখের কোণে প্রস্ফুটিত স্বপ্নের আভা
কিশোরী স্বভাব মিষ্টি দুষ্টুমিতে নিষ্পাপ বসন্তের ছোঁয়া
ভারী পর্দার আড়াল হতে উকি দেয় সোনালী যৌবন
যুগল ঠোঁটের বাঁকে প্রকম্পিত সলাজ অভিব্যক্তি
তবে; সত্যি কি তুমি যুবতী হয়ে গেছো?
সম্প্রতি তোমার দু চার টি কথা
কানে লেগেছে আহ্লাদী কবিতার মতো
তবে কি ছুঁয়ে এসেছো দীপাঞ্জলীর উষ্ণ শিখা
ভুখা রাত
বিব্রত সকাল
বিদঘুটে দুপুর
অস্থির বিকাল
উড়ো উড়ো মন, বিষণ্ণ খরাময় ক্রিয়া প্রতিক্রিয়া……
আমি বুজতেই পারিনি!

এবার আর ফিরিয়ে দেবোনা
চাইলেও ফিরে যাবোনা
তুমি যে পরিপূর্ণ রমণী আজ।
রমণীকে ফেরানোর সাধ্য নেই
ফেরানো মানে অবাধ্যতা;
এবার পরস্পর অনুগত হবো
বিদগ্ধ হবো………

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “তোমার আহ্লাদী কবিতা

  1. রমণীকে ফেরানোর সাধ্য নেই
    ফেরানো মানে অবাধ্যতা;
    এবার পরস্পর অনুগত হবো
    বিদগ্ধ হবো… বাহ্ প্রিয় কবি স্যার বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।