২+৪+৪+৪
মাগো আমার জান্নাত
হলে তুমি সবার সেরা,
মায়া জালে তোমার
মনটা থাকে সদা ঘেরা।
তোমার স্নেহের সাথে
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।
তোমার পরশ পেয়ে
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।
সুখে দুখে সদা
থেকো মাগো পাশে পাশে,
বলো পৃথিবীতে
কারো দায়ে কে’যে আসে।
জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।
রচনাকালঃ
০১/০৭/২০২১
জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে … যাবে কেটে বাঁধা সবে।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
অনিন্দ্য সুন্দরলেখনীতে একরাশ মুগ্ধতা ।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।