সময়ের অতীত শুধু যুগলবন্দি প্রেম
রোজ রোজ আলু ভর্তা ভাত, ভাল লাগে না-
হাবু ডুবু পুকুরে সাঁতার কাটা ভুলেই গেছি!
ডিজিটাল সময় জেনো তার ছেড়া ঘরে বসবাস
খেলে যায় ঘাসের বুকে ফড়িং র দৌড় – অথচ
ধূলির স্পর্শ- দেহ মাখে না সোনালি জোছনা;
তারপরও হেঁটেই যাচ্ছে অগুনতিক শুভ অশুভ ক্ষণ-
অতঃপর সময় এখন ভাগ হয়েছে অক্টোপাস মন।
১০ কার্তিক ১৪২৮, ২৬ অক্টোবর ২১
কবিতার সাথে প্রচ্ছদের অসামান্য সম্মিলন ঘটিয়েছেন প্রিয় বাউল কবি। বেশ।
জি কবি মুরুব্বী দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সাবলীল উপস্থাপণ…
জি কবি মহী দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–