অরণ্যের নাগরিক

আমার প্রেমিকারা হারিয়ে যায় শীতের শুরুতে
যখন পুরোনো ফুলহাতা শার্ট হেসে উঠছে আলনায়
রোদ এমন থেবড়ে বসেছে সমাজে — সিদ্ধেশ্বরী চমচমের প্যাকেট খোলা হল
আর আমি ভাবছি, এখানেই তো রেখেছিলাম — চোখের ড্রয়ারে

আমার প্রেমিকারা হারিয়ে যায় শীতের কারগো
শহরে নামতেই
মুন্নাভাই কুয়াশা লেগে রয়েছে গাড়ির জানলায়
ওরা জানে, এত গানের ধুলো ঘেঁটে প্রেম খুঁজতে পারব না, শ্বাসকষ্ট অশ্রুকষ্ট হবে
অথবা নিজের হাতেই আখরোটা-খোসা
ছুঁড়ে ফেলিনি তো
ইশ, ভেতরে আখরোট বসে ছিল!

প্রতি নভেম্বরে পিচরাস্তা ধরে উড়ে যায় প্রেমিকারা — শুকনো মহুয়া পাতা
আর আমি অরণ্যের নাগরিক কিনা এই প্রশ্ন নড়ে ওঠে

(২০১১)

1 thought on “অরণ্যের নাগরিক

  1. কবিতায় স্বতন্ত্রধারার অনুভূতি আপনার কবিতায় বরাবরই পাওয়া যায় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।