করোনাকালের কবিতা

তিন। হয়ত: প্রকৃতি সবই জানে

হয়ত: প্রকৃতি সবই জানে
আমরা সে যান্ত্রিক জীবনে
নেই আর সহমর্মিতা মননে
স্নেহ মমতা নেই প্রিয়জনে
ব্যস্ত কখন পৌঁছব গগনে।

হয়ত: প্রকৃতি সবই জানে
দৌড়াচ্ছি সুখের অন্বেষণে
প্রিয়জন একাকী রয় ঘরে
নিঃসঙ্গ ভেবে কি কষ্ট মনে
সাথী দীর্ঘশ্বাস জল নয়নে।

হয়ত: প্রকৃতি সবই জানে
করোনার দাপটে এ ক্ষণে
মানুষ ভয়ে কোয়ারেন্টিনে
জন্ম নিবে মায়া প্রিয়জনে
তাকাবে বাবামা পরিজনে।

1 thought on “করোনাকালের কবিতা

  1. বিষাদ জড়ানো সব অতীত ঘুমিয়ে থাকে সাংঘাতিক স্বপ্নে। আমাদের অতীত স্বপ্নঘোর। জানিনা ভয়াবহ সেই সময় আমরা পেরিয়ে এসেছি কিনা। আল্লাহ আমাদের সহায় হোন। আপনার জন্য শুভ কামনা প্রিয় কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।