তাদের যৌথ জীবন

দেবী দক্ষিণের চরণে অর্ঘ্য ঢেলে
নিঃস্ব হয়েছিল মিস্ত্রাল
তার কি কোন দুঃখ ছিল!
নিজেকে উজাড় করে
ফকির হওয়া, এও কি নিজস্ব বাঞ্ছা!

দক্ষিণের জানালায় যাবতীয় সুখ;
দখিন বাতাসে মন জুড়িয়ে যায়,
দক্ষিণ প্রতিভাত হলে মিস্ত্রাল জেগে উঠে।
সংসারের একঘেয়েমি মৃত্যু নিয়ে এলে;
দক্ষিণের এক চিলতে হাসি
টেনে নিয়ে যায় জীবনের পারে,
দেবী দক্ষিণ জীবনের গান গায়।

দেবীর পূজায় নিজেকে বিলীন করে
মিস্ত্রাল জয়ী হয়েছিল, পেয়েছিল জীবনের দেখা।

তারপর যৌথ জীবনে মিস্ত্রাল; দেবী দক্ষিণ
চিহ্ন রেখে গেছে, যে চিহ্ন কোনদিন মুছবে না।

1 thought on “তাদের যৌথ জীবন

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। শুভ হোক দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।