সবার মাথায় এখন রাজটিকা হোক-
হাতে থাকুক মঙ্গল গ্রহের যাবার পতাকা;
মনের অঙ্গনে পত পত করে উড়ুক!
ভয় কিসের? জীবন মানেই
সভা সংগ্রাম, শ্লোগান, সমুখ যুদ্ধে
রক্তাক্ত হওয়া- এভাবে চলার নাম
ক্ষয়ে যাওয়া রাজটিকা নয়;
সর্ব শক্তির উদ্দামে দাঁড়ায় এখন
এসো মাথায় রাখি এক মানবতার
জয়ের সমস্ত অঙ্কনের চিত্রলিপি!
২৩ কার্তিক ১৪২৮, ০৮ নভেম্বর ২১
4 thoughts on “চিত্রলিপি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এসো মাথায় রাখি এক মানবতার
জয়ের সমস্ত অঙ্কনের চিত্রলিপি! ___ সার্থক কবিতা।
জি কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন———-
খুব ভালো লাগলো।
জি কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন———-