রক্তের গহীনে রক্তের দাবানল মহু মহু শ্লোগানে প্রকম্পিত
অস্তিত্বের অতলান্তে ভেঙ্গেছে শৃঙ্খল মুক্তির অবগাহনে
অথচ প্রেম নাই
মুক্তি চায় প্রেম, অনন্ত আকাশের প্রশান্ত নীল।
সীমাহীন দুরন্তপনায় ছেড়ে দেয়া ঘুড়ির উড়ন্ত মুক্তি
নাটাইয়ের সুতোয় বাধা প্রেম ছাড়া ছেঁড়া কাগজের মতোই
প্রাণের উদ্ভাসে মনের মুক্তি শৃঙ্খলার সরল পথেই-
প্রেমহীন মুক্তি বিশৃঙ্খল, বিবস্র
প্রেম চাই
সহস্র স্বপ্নের অজস্র বারতা প্রেম দিয়েই রচিত হয় সুশ্রী কবিতা।
রক্তের গহীনে রক্তের অনল জ্বল জ্বল তেজ্বষ্ময় সমীরণ
গোঁড়ামির বৃত্ত ভেঙ্গে চাইছে মুক্তির উন্মুক্ত বিচরণ
বিশ্বাসের শর্তহীন প্রেমে হোক উজ্জ্বল
হোক অ-বৈষম্য সচ্ছল
প্রেমেই হোক সকল বিশৃঙ্খলার শৃঙ্খল।
চমৎকার প্রকাশ ।
বিশ্বাসের শর্তহীন প্রেমে হোক উজ্জ্বল
হোক অ-বৈষম্য সচ্ছল
প্রেমেই হোক সকল বিশৃঙ্খলার শৃঙ্খল।