বৃষ্টি নামবে কাল, আজ হোক আকাশ সাধনা
যারা যাবে নদীকূলে তারা হোক তোমার দোসর
কেহই আপন নয়, কিছু নয় বিলাসী স্থাবর
পথের পাতার কাছে জমা থাক সব লেনা-দেনা।
পড়ন্ত আগুন দেখো লেগে আছে বৃক্ষসভায়
হলুদ-লালের মাঝে থীর হয়ে মাস নভেম্বর
শীতের স্বতন্ত্র স্বরে পাতাদের উষ্ণ ছায়ায়
ঘরমুখো ঘনমেঘ খুঁজে তার গন্তব্য প্রান্তর।
আবার বৃষ্টি এলে ছাতাহীন তুমি-আমি মিলে
কথা থাক- ঘাটে যাবো, নৌকো’টি ভরে দিতে ফুলে।
আবার বৃষ্টি এলে ছাতাহীন তুমি-আমি মিলে
কথা থাক- ঘাটে যাবো, নৌকো’টি ভরে দিতে ফুলে।
অসাধারণ লেখা। একরাশ মুগ্ধতা ।