দেহ

BBHY

দেহে আমার লালে লাল হরেক চামড়ার
সাজসজ্জা তবুও সম্পর্কের মাঝে একটা রক্তের
প্রবহমান হয় ধরণীর যোজন সীমানার যোজন;
স্পর্শ ময় মায়াময় ছায়া কায়া ফোটে তুলে নীরবতা!

তাতে কি রক্ত তো রক্ত ই! কোন খবর লয়
ঘটি কয়েক জল দিলে রক্ত হয়ে উঠে মাটি-
সম্পর্ক তবুও ছিন্ন নয় আকাশ সমূহ খাঁটি;

নিম রঙে, জাম রঙে হরেক রঙের কাপড়
চোপড় অঙ্গের বাহার থাকবে কত ক্ষণ ভাবি
খাদ্য সমগ্র হবে দেহ একদিন জানে অন্তর্যামী।

০৭ অগ্রহায়ণ ১৪২৮, ২২নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “দেহ

  1. সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় বাউল কবি। আসুন অন্যের পোস্টেও মন্তব্য দেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জি কবি হানিফ দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।