দেহে আমার লালে লাল হরেক চামড়ার
সাজসজ্জা তবুও সম্পর্কের মাঝে একটা রক্তের
প্রবহমান হয় ধরণীর যোজন সীমানার যোজন;
স্পর্শ ময় মায়াময় ছায়া কায়া ফোটে তুলে নীরবতা!
তাতে কি রক্ত তো রক্ত ই! কোন খবর লয়
ঘটি কয়েক জল দিলে রক্ত হয়ে উঠে মাটি-
সম্পর্ক তবুও ছিন্ন নয় আকাশ সমূহ খাঁটি;
নিম রঙে, জাম রঙে হরেক রঙের কাপড়
চোপড় অঙ্গের বাহার থাকবে কত ক্ষণ ভাবি
খাদ্য সমগ্র হবে দেহ একদিন জানে অন্তর্যামী।
০৭ অগ্রহায়ণ ১৪২৮, ২২নভেম্বর ২১
সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় বাউল কবি। আসুন অন্যের পোস্টেও মন্তব্য দেই।
জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সুন্দর লেখা।
জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সুন্দর উপস্থাপনা,বেশ ভালো লাগলো।
জি কবি হানিফ দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–