ঘোড়ামার্কা রোদের ঘোর

56479_n

সারাদিনই ভুখা আকাশটা জ্বরের ঘোরে আছে
যেমন আমরা সবাই কোন না কোন ঘোরের মধ্যে আছি
এই যেমনঃ ঘোড়া মার্কা রোদের ঘোর
গাধা মার্কা বৃষ্টির ঘোর….এসবের সাথে যোগ দিয়েছে
আরও কতো কতো গ্রহণ লাগা পানকৌড়ি ভোর!

তবু শাসন আর অনুশাসনের মাঝামাঝি বেশ আছি
পথের একপাশে পড়ে থাকা উচ্ছিষ্টগুলো যেমন থাকে
সবাক মিছিলের জব্দ নির্বাক শব্দেরা যেমন থাকে
আমিও তেমনি ভাবে বেশ আছি….বেশ আছি
তাতে ইঁচড়ে পাকা টোকাইদের চোখ পড়লেও ভালো,
আর না পড়লে….তা আরও আরও ভালো……. !!

এইতো সেদিনও কয়লা আর ময়লা দু’জনে মিলে
সারাদিন অথৈ জল থৈ থৈ হতো
হাটে-ঘাটে-মাঠে ছলাৎছলাৎ শব্দ হতো
বাতাসিদের ঘুম নিমিষেই ভাঙিয়ে দিতো…
আর এখন বাতাসও নেই, বাতাসিদের প্রয়োজনও নেই!

তবুও বড় কবির পাঠকহীন কবিতার মত ভালো আছে
গণমত, পথ, জোট.. ভালো আছে গেরস্তের মসৃণ ঠোঁট।

2 thoughts on “ঘোড়ামার্কা রোদের ঘোর

  1. তবুও বড় কবির পাঠকহীন কবিতার মত ভালো আছে
    গণমত, পথ, জোট… ভালো আছে গেরস্তের মসৃণ ঠোঁট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।