শীতের ভোর আকাশে উড়ে যায় সাদা বক ঘন কুয়াশায়
ভাটার টানে সাগরে জল যায় চলে যায় অজানার পানে
গাছে পেঁপে পেকে গেলে পাখিরা যেমন করে যায় জেনে যায়
শহর ছেড়ে এলে কবিতার পঙতি তেমনি আসে এখানে
অগ্রাণের মধ্যভাগে কিষাণ যখন ধান কেটে গোলা ভরে
এমন সময় সুর্য ডুবে গেলে তোমাকে আমার মনে পড়ে
এই দৃশ্য এসেছিল বিশ বছর আগের বৃহস্পতিবারে
জলাশয়ের ভিতরে যেন এক চাঁদ জেগে ওঠে অন্ধকারে।
বিশটি বছর আগে তুমি ছিলে এসেছিলে আমার জীবনে
দিয়েছিলে সুখ বুকে ছিল বুক মিশেছিলে জীবনে যৌবনে
আর ঠিক ঠিক দশ বছর আগে শুক্রবারের বিকেলে
বকের মতো লম্বা পা ফেলে নতুনের বিলে গিয়েছিলে চলে
আজকের এই দৃশ্য এসেছিল বিশ বিশটি বছর আগে
আর দশটি বছর আগে চলে গেলে অগ্রাণের মধ্যভাগে।
কবিতার ধরণঃ সনেট
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ২২
পর্বঃ ৮ + ১৪
অন্ত্যমিলঃ কখকখঃগগঘঘঃঃঙঙচচঃছছ
আজকের এই দৃশ্য এসেছিল বিশ বিশটি বছর আগে
আর দশটি বছর আগে চলে গেলে অগ্রাণের মধ্যভাগে।
মনের ভাবনা গুলো খুব সুন্দর করে বলেছেন।