আগুনের ওষ্ঠে
শিশির সিক্ত ঠোঁট ছোঁয়াতে গিয়ে
বুঝলাম
সুদীর্ঘকাল ধরে – তুমি বয়ে যাচ্ছো দহন
বিষাদ!…
চিত্তের আষ্টেপৃষ্ঠে
অবরুদ্ধ রিক্ত দ্বার,
দেখলাম
প্রাচীন শৃঙ্খলে পরিবেষ্টিত মৃত স্বপ্নের সমাহার।
অগাধ কষ্ট!…
আর
বহু জখমের ক্লিষ্ট বেদনায় জর্জরিত বুক,
পাঁজর
আমি বসন্তের নির্মল সকাল হয়ে
উপহার দিলাম- একটি পুলকিত দিন
পাঁজরে পাঁজর প্রবিষ্ট করে
তুলে নিলাম সমস্ত জঞ্জাল!
1 thought on “একটি পুলকিত দিন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি বসন্তের নির্মল সকাল হয়ে
উপহার দিলাম- একটি পুলকিত দিন
পাঁজরে পাঁজর প্রবিষ্ট করে
তুলে নিলাম সমস্ত জঞ্জাল!