একটি পুলকিত দিন

25828

আগুনের ওষ্ঠে
শিশির সিক্ত ঠোঁট ছোঁয়াতে গিয়ে
বুঝলাম
সুদীর্ঘকাল ধরে – তুমি বয়ে যাচ্ছো দহন
বিষাদ!…
চিত্তের আষ্টেপৃষ্ঠে
অবরুদ্ধ রিক্ত দ্বার,
দেখলাম
প্রাচীন শৃঙ্খলে পরিবেষ্টিত মৃত স্বপ্নের সমাহার।
অগাধ কষ্ট!…
আর
বহু জখমের ক্লিষ্ট বেদনায় জর্জরিত বুক,
পাঁজর
আমি বসন্তের নির্মল সকাল হয়ে
উপহার দিলাম- একটি পুলকিত দিন
পাঁজরে পাঁজর প্রবিষ্ট করে
তুলে নিলাম সমস্ত জঞ্জাল!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “একটি পুলকিত দিন

  1. আমি বসন্তের নির্মল সকাল হয়ে
    উপহার দিলাম- একটি পুলকিত দিন
    পাঁজরে পাঁজর প্রবিষ্ট করে
    তুলে নিলাম সমস্ত জঞ্জাল! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।