আমাকে ফেলে গেছ যে ছাইয়ের গাদায়
সেখানে আরও অন্য বেড়াল রয়েছে
প্রথমে বুঝিনি; ময়লার শীর্ষে বসে ভাবতাম
নিজের অন্নপ্রাশনের ভাত
কীভাবে জোটাব? আকাশের চিল থেকে
গৃহস্থের ঢিল রোজ এ-শরীর
নতুন জন্তুতে বদলে দিয়েছে
যৌনকর্মীর মতো জড়িয়েছি
অচেনা বাইকের চাকার ফোকরে
তারপর সব ইহুদির সঙ্গে পরিচয় হল
শুনি, চোখ না ফোটা পর্যন্ত জীবনে শুশ্রূষা থাকে
ইশ, কেন তাকিয়েছিলাম
অন্ধপ্রিয় মানুষের দিকে
আজ মৃত্যুদিন — ভুরু লক্ষ্যে ক্ষিদের পেরেক
ছুটে এল। ওমনি পাঁচিল-পাশে
এক মেয়ে জানলা খুলেছে
স্তনে ভীষণ সামান্য দুধ, তাই ভাগ করে দেবে;
বাড়ির ফলকে লেখা — বেড়ালবসতি।
তখন তোমার কথা মনে এল
সব জেনেবুঝে এই সজল আদাড়ে,
জঞ্জাল ফেলার বাক্সে রেখে গেছ?
.
পরিত্যাগে স্নেহ ছিল (২০১১)
সুন্দর এবং পরিচ্ছন্ন কবিতা উপহার। অভিনন্দন প্রিয় কবি চন্দন ভট্টাচার্য দা।