বীমা বিষয়ক বিষ্ফোরণ

শুধুই মৃত্যু নিয়ে কথা বলতে হয় বলে,
হতে চাই’নি জীবন বীমার এজেন্ট!
শুধুই আগুনে হাত রাখতে হয় বলে,
হতে পারিনি কামার!
কিংবা কুমারের কাছে গল্প শুনতে
শুনতে –
বার বার ভীত হয়েছি ভেঙে ফেলব
বলে মাটির বাসন!

সব কাজ সকলের দ্বারা হয় না,
সব মাটিতে সবাই পুঁতে রাখতে
পারে না বীজ।
যারা অস্ত্র চালায়, যারা মানচিত্রের
পক্ষে প্রাণ বধ করে-
তারাই জানে বিজয়ের প্রকৃত তাৎপর্য কী!
তারাই বুঝে কীভাবে সূর্যকে তুলে
রাখতে হয় হাতের মুঠোয়।
কোনো বীমাই তাদের জীবনের
মূল্য পরিশোধ করতে পারে না।

1 thought on “বীমা বিষয়ক বিষ্ফোরণ

  1. যারা অস্ত্র চালায়, যারা মানচিত্রের
    পক্ষে প্রাণ বধ করে-
    তারাই জানে বিজয়ের প্রকৃত তাৎপর্য কী! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।