খোলা জানালা

images4545554-2

ভাব এখন একটাই স্লো পয়জনিং!
দু’হাতের চাপ আকাশ দেখে বলছে
আল্লাহ, ঈশ্বর, ভগমান, খুব নারাজ;
মাটি চেয়ে চেয়ে কি জানি বুঝছে-
ধূলি বালি চোখে মুখে শুধু লাগছে!

এভাবেই যুগের পর যুগ চলছে;
যাক না কেটে কয়টা দিন ভয়হীন-
ফুল ফল কথা কয় সময়ের পাল্লা!
কে জিতে -কে হারে- বাতাসের গায়ে
খোলা জানালা একটা স্লো পয়জনিং।

১৬ অগ্রহায়ণ ১৪২৮, ০১ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “খোলা জানালা

  1. সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়

    1. জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়

মন্তব্য প্রধান বন্ধ আছে।