ভাব এখন একটাই স্লো পয়জনিং!
দু’হাতের চাপ আকাশ দেখে বলছে
আল্লাহ, ঈশ্বর, ভগমান, খুব নারাজ;
মাটি চেয়ে চেয়ে কি জানি বুঝছে-
ধূলি বালি চোখে মুখে শুধু লাগছে!
এভাবেই যুগের পর যুগ চলছে;
যাক না কেটে কয়টা দিন ভয়হীন-
ফুল ফল কথা কয় সময়ের পাল্লা!
কে জিতে -কে হারে- বাতাসের গায়ে
খোলা জানালা একটা স্লো পয়জনিং।
১৬ অগ্রহায়ণ ১৪২৮, ০১ ডিসেম্বর ২১
সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়
বাহ্, চমৎকার উপস্থাপন।
জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়