সদানন্দ কাঁপিছে আনন্দে

7909427

দুএকদিন সকালে
আমাদের ঘুম ভাঙ্গে প্রবল হরষে
দোলনায় দুলে দুলে।

আহা কত মধুর সে প্রভাত
জানালার কাঁচে সুর ওঠে ঝনঝন
জগে পানি দোল খায় রিমঝিম
বন্ধ ফ্যান হেসে ওঠে নড়ে নড়ে বনবন
দরজার কড়াটাও শিল্পিত সুর তোলে রুমঝুম

একেকটা দুপুর বিকাল সন্ধ্যা
আমরা সবাই খিলখিল হাসি নিয়ে
ছুটে যাই রাস্তায়
পিকনিকের আমেজে একে তাকে শুধাই
‘ভাই কিছু জানেন? কিংবা
মাত্রা ছিল কত? অথবা
জানেন কি উৎপত্তিস্থল কই?’

মুহুর্তগুলো প্রবর্ধন হয় আনন্দে
রাস্তায় দাঁড়িয়ে অসভ্যের মতো হাসি
দমকে কাঁপি, হেসে হেসে কেঁপে কেঁপে উঠি
তারপর খেলা শেষ হলে
ফিরে যেতে থাকি ঘরে

ফিরে গিয়েও রেহাই নেই
সেই দিনের স্মৃতিতে হাসি ক্ষণেক, ক্ষণেক কাঁদি
আহা মধুক্ষণ কেন ফিরে চলে যায়!
দুই চোখ ভাসে, ডোবে জলে
সাথী হয়ে আছে চোখের তারায়
সেই দিন, সেই ক্ষণ
সেই দুলে ওঠা উল্লসিত দিন স্মরণে
দুই চোখ থেকে মন অব্দি ভরে থাকে অদ্ভুত এক ভয়

একেকটা দিন
প্রতিটা দিন শুরুই হয় ভয় নিয়ে
ভয়ে ভয়ে আনন্দিত চিতে।

3 thoughts on “সদানন্দ কাঁপিছে আনন্দে

  1. বেশ অনুভূতির এক ভাবনার প্রকাশ কবি আপু ভাল থাকবেন সব সময়

  2. সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।