এই বুঝি মনটা

maya-2525

মনটা কি রেডিও টেলিভিশন
যখন- তখন খারাপ হবে-
ব্যাটারি, বিদ্যুৎ না থাকলে চলবে না?
মনটা তাও হতে পারে!
মনটা কি ফুলের মতো;
এই ফুটবে এই পাপড়ি ঝরবে
সমস্ত গন্ধ লুটাবে?
এমনটা হলে তো রক্তক্ষরণ হবে বার- বার;
এখন হচ্ছে তাই- আচ্ছা মনটা কি অ্যাপেল
না কমলালেবু- যখন- তখন খাওয়া যেতো-
আরে এমনটা নয়! তাহলে
মনটা সাদা মেঘের মতো
আর সাগরের ঢেউ- তাই নাকি?
আচ্ছা মনটা যদি ধূসর মাটির ঘাস হয়
কেমন হবে- না হলে- মন্দ নয়!
আঁধার পূর্ণিমার সাথে খেলা করবে
আর মাঝে মাঝে তারা হয় খসে পরবে
কোন প্রেমময় উঠানে এই বুঝি মনটা।

২১ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “এই বুঝি মনটা

  1. সুন্দর একটি প্রচ্ছদের সাথে সাবলীল কবিতা উপহার। শুভেচ্ছা রইলো প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—-

    1. জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।