পাখিদের গান দূরে মিলিয়ে যায়
সন্ধ্যার গাঢ় আঁধার ছেয়ে আসে
নদীর জলে ভেসে যায় ডিঙি নৌকা
জলে ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়
তিরতির করে বয়ে চলা নদীর জলে
মৃদুমন্দ ঢেউ, বাতাস এসে ছুঁয়ে যায়
রাতের আকাশে তারার শয্যা পাতা
চোখে মায়াকাজল এঁকে ঘুমন্ত চাঁদ
বাইরে অলৌকিক অপার নিস্তব্ধতা
নির্জনতা উপচে পড়ে স্বর্গের শান্তি।
2 thoughts on “স্বর্গীয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নির্মল পরিচ্ছন্ন কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবিবন্ধু। ভালোবাসায় শুভ দিন
সুগভীর ভাবনায় অনন্য কথামালা