নিস্তরঙ্গ জল
কিংকর্তব্যবিমূঢ়, টলমল
যেন নৈসর্গিক কবিতার আঁচল পেতে অপেক্ষমাণ কবি;
দহনের উত্তাপে বিদগ্ধ অঞ্জলি,স্বপ্ন, স্বাদ সবি।
পোড়নের বিশুদ্ধতায় নির্বাক-মৃত্যুর মুখোমুখি;
তুমি জানতেও পারোনি-
তোমার হাতের এক কোশ জলের দাবীতে রুখে আছে জীবনের মনছবি।
1 thought on “নিস্তরঙ্গ জল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি পড়লাম। একরাশ শুভ কামনা প্রিয় কবি দাউদুল ইসলাম। শুভ সকাল।