নিস্তরঙ্গ জল

Screenshot

নিস্তরঙ্গ জল
কিংকর্তব্যবিমূঢ়, টলমল
যেন নৈসর্গিক কবিতার আঁচল পেতে অপেক্ষমাণ কবি;
দহনের উত্তাপে বিদগ্ধ অঞ্জলি,স্বপ্ন, স্বাদ সবি।
পোড়নের বিশুদ্ধতায় নির্বাক-মৃত্যুর মুখোমুখি;
তুমি জানতেও পারোনি-
তোমার হাতের এক কোশ জলের দাবীতে রুখে আছে জীবনের মনছবি।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “নিস্তরঙ্গ জল

  1. কবিতাটি পড়লাম। একরাশ শুভ কামনা প্রিয় কবি দাউদুল ইসলাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।