৪+৪/৪+৪
মাগো আমার ইচ্ছে করে
মদিনাতে যাইতে,
সেথায় গিয়ে মনে সুখে
হামদ নাত যে গাইতে।
মাগো আমার ইচ্ছে করে
কাবা শরীফ দেখতে,
নিজের দিলে চার কালেমা
নিখুঁত ভাবে লেখতে।
মাগো আমার ইচ্ছে করে
মদিনার প্রেম পড়তে,
আল্লাহ তালার রহমত গুলো
ভীষণ ভাবে ধরতে।
মাগো আমার ইচ্ছে করে
সেই খানেতে থাকতে,
নবীর রওজা শরীফটা ওই
চোখে চোখে রাখতে।
মাগো আমার ইচ্ছে গুলো
বলো খোদার তরে,
ইচ্ছে গুলো পূরণ করে
যেন কৃপা করে।
রচনাকালঃ
৩১/০৭/
আল্লাহ কবুল করুণ আমিন কবি দা
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
মাগো আমার ইচ্ছে করে
সেই খানেতে থাকতে,
নবীর রওজা শরীফটা ওই
চোখে চোখে রাখতে।
চমকপ্রদ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।