ঐ নদীর কান্না বুকের ভিতর
নদ বুঝতে পাই চাঁদের মতো!
রক্তাক্ত ঢেউ দেখেছো কখনো-
নদের সাথে বসবাস কর রোজ
তবুও রক্তাক্ত বুঝো না নদী?
তোমার সমীচীন ভাবনাগুলো-
প্রশংসা দাবিদার আকাশ সমূহ
শস্যময় সোনালি ক্ষেত; নদী
বুঝতেই পার খুব-স্রোতের ধার
করাই কাজ- তাই চল গতিহীন-
করে ক্ষত বিক্ষত, জাগাও বালুচর;
নদ তো পারে না এভাবে সব।
আবৃত্তি শোনার লিংক- https://youtu.be/72AgRVQmahI
২৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ ডিসেম্বর ২১
অনবদ্য , মুগ্ধ হলাম
জি কবি মহী দা
মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
কবিতা এবং আবৃতি দুটোই চমৎকার উপস্থাপন হয়েছে। অভিনন্দন প্রিয় বাউল কবি।
জি মুরুব্বী দা লেখার পাসে পাঠ করছি ভাবলাম তাই করা উচিত
ভাল লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-