জীবন চক্র

CYME

দু’চারটে চুলের বয়স হয়েছে
মাথাও মাঝে মাঝে ঝিমঝিম করে
পা দুটো ব্যাথার সাথে সখ্যতায় মজেছে
গোঁফ-দাঁড়িও সাদা রঙে হলি খেলছে
বয়সটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের চিলেকৌঠায়,

বউ-বাচ্চা আর সংসারের টানাটানিতে
রাতদিন পরিশ্রম করে
দু’চার পয়সার পিছনে ছুটতে ছুটতে
কবে যে আসলাম সময়কে পিছনে ফেলে
টেরই পেলাম না, এখন শুধু ভাবায়, কাঁদায়,

বয়স হয়েছে ভাবলে, আঁতকে উঠি
এ বুঝি থেমে যাবে জীবনের গাড়ি!
কত স্বাদ ছিল অসময়ের হবো সাথী!
কত আহ্লাদ! কত প্রেম! জীবনের প্রতি
এখন শুধু কল্পণায় বাসা বাঁধি কৈশরের দস্যিপনায়।

২০ :৪০
১২/১২/২০২১ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “জীবন চক্র

  1. কাব্যপাঠে আসলেই ধমকে দাঁড়াই

    সত্যই ত বয়স হয়েছে বেশ আর কত চলবে এভাবে—সুন্দর কবি দা

  2. জীবনের প্রতি এখন শুধু … কল্পনায় বাসা বাঁধি কৈশরের দস্যিপনায়। __ ঠিক তাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।