৪+৪/৪+১
বন্ধু তুমি সবার সেরা
আছে যতজন,
তোমায় নিয়ে দিবানিশি
ভাবি প্রতিক্ষণ।
দুর্দিনের ওই কালে তুমি
পাশে ছিলে ভাই,
এমন ভালো বন্ধু তবে
জগৎ মাঝে নাই।
স্বার্থপর ওই জগৎ মাঝে
তুমি দিশার পথ,
তোমার সঙ্গে পারি দেবো
আমার জীবন রথ।
তোমার দেয়া সেরা তত্ত্ব
পেয়ে ধন্য প্রাণ,
বন্ধু তুমি জীবন যুদ্ধে
বেঁচে থাকার গান।
দুখের দিনে পাশে থেকে
দিতে কত আশ,
তোমার জন্য গর্ব আমার
তাই তো সুখের বাস।
রচনাকালঃ
২০/১০/২০২১
দুখের দিনে পাশে থেকে
দিতে কত আশ,
তোমার জন্য গর্ব আমার
তাই তো সুখের বাস। … বন্ধু তুমি সবার সেরা।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।