রক্তাক্ত চন্দ্রগ্রাম

গুলিবিদ্ধ পাখির ডানায় ডুবে থাকে তারা।যে ভোর
জাগবে বলে ঝলক দেখায়,তার বাহুতে জমে উঠে
রক্তদাগ। নদীদের অভিমানের সাথে মিশে থাকা
বারুদগন্ধ, বয়ে যায় কালের উজানে।

এই মাটির ছায়ায় লুকিয়েছিল যে আঙুলের আলো,
সে ও জেগে উঠে ‘জয় বাংলা’ বলে। একজন
মা, তার সন্তানকে বিদায় দিতে দিতে বলেন
– ফিরে এসো বাবা।

যুদ্ধ শেষ হয়। আসে বিজয়
রক্তাক্ত চন্দ্রগ্রামে পড়ে থাকে কয়েকটি করোটি
পথ চেয়ে থাকে একজোড়া চোখ।
কাগজে সংবাদ বেরোয়, কিছু মুক্তিসেনা
কোনো দিনই,
ফিরবে না আর।

3 thoughts on “রক্তাক্ত চন্দ্রগ্রাম

  1. যুদ্ধ শেষ হয়। আসে বিজয়
    রক্তাক্ত চন্দ্রগ্রামে পড়ে থাকে কয়েকটি করোটি
    পথ চেয়ে থাকে একজোড়া চোখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।