আমি জানি ভাল নেই তুমি
মরা নদীর মত বিদীর্ণ বুক, সাঁওতাল ভূমি
নিশিভর শীতার্ত একাকীত্ব, বিষণ্ণ নির্ঘুমে;
তুমিও জানো- ভাল নাই আমিও
দমে উদ্যমে শূন্যতার চাবুক আঘাত হানছে অবিরাম,
অহর্নিশ একিই বীভৎস অসুখে ভুগছি জাহান্নাম!
নিত্য নৈমিত্ত কষ্টের তাড়ায় অস্থির প্রহর গুনো
দৈবক্রমে ঘটছে না কিছুই! তুমিও জানো
তুমি বিনে আমি নিতান্তই অসহায়, জরাগ্রস্ত!
স্বপ্ন বিধ্বস্ত বিস্মৃতির পাণে চেয়ে থাকি বিহ্বল নয়নে;
প্রাণহীন এই দেহে প্রাণের সঞ্চার হবেনা জেনেও
বার বার অন্তর বাড়িয়ে দিই অন্তিম আগুনে।
মনে মনে জপতে থাকি প্রেমের চিরন্তন মন্ত্র!
জানি, তুমিও আঁকতে থাকো বাকী জীবনের তন্ত্র…
বিজয়ের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।