ঐশীনিষ্ঠ

তুমি সহজ সরল স্বাভাবিক..
তাতেই সুন্দর
অনিন্দ্য মাধুর্যতায় ফুটে থাকো যেন
আমি তেমনটাই ভালোবাসি
ঐশীনিষ্ঠ!..

দুষ্টুমিতে হাস্যোজ্জ্বল কপোলখানা
লাজুক লাজুক মমতায় ঢেকে থাকে
জানো ওতেই তুমি অনন্যা
অমনিই এসো এবারের জ্যৈষ্ঠ পূর্ণিমায়
নদীর ধারে হাওয়ায় ভাসাবো সমস্ত আড়ষ্টতা!

আমি তবে আসবো সেজে
নীল ফতুয়ায় সাদা পায়জামা আর সৌগন্ধী মাখা হয়ে
অন্যথা তোমার দেখায় আমার সমস্ত আড়ষ্টতা ফুঁসে উঠবে

আচ্ছা..
কী আছে তোমাতে?
ফলকেই হিম ধরা কম্পনে জড়োসড়ো হয়ে যাই
কত্তো কথা কত্তো কবিতা মুখস্থ করে তৈরি থাকি
ঢোক গিলতেই সব খতম যখন তোমায় দেখি-
এবার তুমি না আমি শুরু করবো
আর ভুল হবেনা

যেখান থেকে জীবনের গোড়াপত্তন
যেখান থেকে আমি আমাকে উদ্ধার করি অমর্ত্য একজন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “ঐশীনিষ্ঠ

  1. আর ভুল হবেনা

    যেখান থেকে জীবনের গোড়াপত্তন
    যেখান থেকে আমি আমাকে উদ্ধার করি অমর্ত্য একজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।