তুমি সহজ সরল স্বাভাবিক..
তাতেই সুন্দর
অনিন্দ্য মাধুর্যতায় ফুটে থাকো যেন
আমি তেমনটাই ভালোবাসি
ঐশীনিষ্ঠ!..
দুষ্টুমিতে হাস্যোজ্জ্বল কপোলখানা
লাজুক লাজুক মমতায় ঢেকে থাকে
জানো ওতেই তুমি অনন্যা
অমনিই এসো এবারের জ্যৈষ্ঠ পূর্ণিমায়
নদীর ধারে হাওয়ায় ভাসাবো সমস্ত আড়ষ্টতা!
আমি তবে আসবো সেজে
নীল ফতুয়ায় সাদা পায়জামা আর সৌগন্ধী মাখা হয়ে
অন্যথা তোমার দেখায় আমার সমস্ত আড়ষ্টতা ফুঁসে উঠবে
আচ্ছা..
কী আছে তোমাতে?
ফলকেই হিম ধরা কম্পনে জড়োসড়ো হয়ে যাই
কত্তো কথা কত্তো কবিতা মুখস্থ করে তৈরি থাকি
ঢোক গিলতেই সব খতম যখন তোমায় দেখি-
এবার তুমি না আমি শুরু করবো
আর ভুল হবেনা
যেখান থেকে জীবনের গোড়াপত্তন
যেখান থেকে আমি আমাকে উদ্ধার করি অমর্ত্য একজন।
আর ভুল হবেনা
যেখান থেকে জীবনের গোড়াপত্তন
যেখান থেকে আমি আমাকে উদ্ধার করি অমর্ত্য একজন।
খুব ভালো লাগলো কবিতাটি।