৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
বন্ধু তোমার জীবনটা ওই
কাটুক হাসি গানে,
মিলেমিশে থেকো তুমি
সবার মনে প্রাণে।
তোমার মনের সকল চাওয়া
পূর্ণ করুক প্রভু,
দুঃখের দিনে সবার সাথে
মিলে থেকো তবু।
চলো না আর স্বপ্নবিহীন
জীবন পথে তবে,
জীবন যুদ্ধ হেরে যাবে
তুমি নিখিল ভবে ।
স্বপ্নগুলো আঁকড়ে ধরো
জীবন চলার পথে,
ভালো সঙ্গী পেলে তুমি
সফল জীবন রথে।
দুঃখের দিনে ধৈর্য ধরে
থেকো বন্ধু তুমি,
ধৈর্য হারা হলে তবে
জীবন মরুভূমি।
রচনাকালঃ
০২/১২/২০২১
বন্ধু তোমার জীবনটা ওই
কাটুক হাসি গানে,
মিলেমিশে থেকো তুমি সবার মনে প্রাণে।
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা প্রিয় কবি।।।