বরফ ভেঙ্গে যে সাদা মেয়েটা
আসছে; তাকে দেখেই
আকাশ আগল খুলেছে।
তার চোখ, নাক, ঠোঁট,
চিবুক এমন মোহনীয়
বরফকুচিও লোভ সংবরণ
করতে পারছে না। তাকে
আবৃত করতে রীতিমত প্রতিযোগিতা
শুরু করেছে। বরফের প্রতি
মেয়েটা উদাসীন অথবা
উটকো ঝামেলা মনে করছে।
বরফ নিয়ে আমার আদিখ্যেতা
নেই, ঠাণ্ডা বিষয়ক কোন
কিছুতে আপ্লুত হই না।
আকাশ ভেঙ্গে বরফ ঝরছে
একটা দালানের শেডে দাঁড়িয়ে
বিড়ির সাথে দোস্তি করছি।
মেয়েটা আসছে, মেয়েটা
বরফ হয়ে আসছে। বিড়ির
দোস্তি শীত মানছে না দেখে
ভাবি এই শুভ্র বসনাকে
যদি আলিঙ্গন করা যেত!
ঠিক এমন সময় মেয়েটা
সামনে এসে দাঁড়ায়, ‘একটা
বিড়ি ধার হবে’ মেয়েটা বলে।
তার তুষার ভেজা ঠোঁটের
দিকে তাকাই, এই মুহূর্তে
বিড়ির চেয়ে চুম্বনই যুথসই হতো।
ইচ্ছা করছিল বলি ‘লেটস
হ্যাভ এ কিস’ সংবরণ করি।
মেয়েটা পুনরায় বলে, ‘একটা
বিড়ি হবে’? আমি বিড়ির প্যাকেট
এগিয়ে দেই, ধন্যবাদ বলে
মেয়েটা উল্টো পথে পা বাড়ায়।
মেয়েটা বিড়িখোর, আর কিছু নয়।
কিন্তু চুম্বন প্রবলভাবে আমাকে
আকড়ে ধরে। বরফ ভেঙ্গে
ঘরের দিকে হাঁটতে থাকি।
কবিতায় শুভ কামনা প্রিয় কবি আবু মকসুদ ভাই।