কালের উচ্চারণ

26204410

আমি তো
অতটা বিদ্বান নই
নেই গোলামীর যোগ্য সনদ!
অথবা, উপভোগ্য কোন জোকার নই
সার্কাসের বামুন নই-
আমি কালের উচ্চারণ!

এক মহা যুদ্ধ শেষে
মাঘের শীত জড়ানো গোধূলি রঙ মেখে জন্মেছিলাম,
সেদ্ধ ধানের গন্ধে, ক্ষণ জয়ে…
মোহন সান্দ্রে মামুলি উল্কা পতনে, অমোঘ উচ্চারণে…
কিন্তু- আমি ধ্বনি নই
ধ্বনি- প্রতিধ্বনির পরিধি…
যেমন,
নদী
বাঁধন হারা! জোয়ার ভাটির বাহন, তরঙ্গে উত্থিত ধ্বনি
ধ্বনি –ভাঙ্গনে, গমনে, পতনে…

মোদ্দা কথা আমি নুয়ে পড়ার নই
নই ঝুঁকে, ঝুলে চলার দাস!
আমি উদ্ভাস
গৃহ মুক্ত। গৃহিণী মুক্ত। বন্ধনী মুক্ত। সরল রেখা।
আমি জীবনের নই। জীবন আমার।
মনের নই। মন আমার।
এই নগর, গ্রাম, প্রান্তর… বুনো ঘ্রাণের আমি নই;
আমারই নগর…আমারই গ্রাম… প্রান্তর… ঘ্রাণ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “কালের উচ্চারণ

  1. এই নগর, গ্রাম, প্রান্তর… বুনো ঘ্রাণের আমি নই;
    আমারই নগর…আমারই গ্রাম… প্রান্তর… ঘ্রাণ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।