শস্তা দেখে বস্তা কিনে
পোস্তাবাজার যাই
ঘেসোনুডলস, পাস্তা ভরি
হোলসেল সাপ্লাই।
সবুজ নধর ঘাস
নিজেই করি চাষ
ঘাসের বীজে তেল তৈরী
জ্বালিয়ে হাড় ও মাস।
কায়দা করে সওদা করা
আমার ভীষণ নেশা
সওদা থেকেই পয়দা করি
এটাই আমার পেশা।
পূর্বী থেকে ওজন করে
ডার্বি কিনে আনি
আর্বীতে তাই বিক্রি করি
পেরিয়ে কালা পানি।
বেওসা আমার রক্তে আছে
মৌসা কড়োরপতি
ঘাস বেচেই গেটস হব
কার তাতে কি ক্ষতি!
পূর্বী থেকে ওজন করে
ডার্বি কিনে আনি
আর্বীতে তাই বিক্রি করি
পেরিয়ে কালা পানি। ___ ইন্টারেস্টিং ছড়া পদ্য প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
অনিন্দ্য সুন্দর অনুভূতি।