উজ্জ্বল এক নক্ষত্রের মত তার
প্রতিচ্ছবি আমার আত্মায় জুড়ে থাকে
তার হাসি আতসবাজির মত আকাশে
আঁকা হয়ে যায় বিরল কোনো প্রতীক্ষার মত।
তার রাজকুমারী এসে সামনে দাঁড়ায়
হাতে প্রগাঢ় চুম্বন এঁকে তাকে সুদৃশ্য রথে তুলে নেয়।
আমার অবাক আর অশ্রুময় চোখের
সামনে দিয়ে তারা ক্রমাগত:
দৃশ্যবহির্ভূত হয়ে দিগন্তে মিলিয়ে যায়।
ক্রমশঃ আমার পা দুটি পাথরের মত শক্ত হয়ে আসে।
রাতের আকাশে যখন গাঢ় কমলা রঙের চাঁদের পাশে
একটা মেঘের টুকরো অনবরত: সোহাগে জড়ায়,
তখন আমি জানি সে আর তার রাজকুমারী
অনন্ত ভালোবাসায় মগ্ন দুটি জ্বলজ্বলে তারা।
2 thoughts on “প্রতিচ্ছবি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
রাতের আকাশে যখন গাঢ় কমলা রঙের চাঁদের পাশে
একটা মেঘের টুকরো অনবরত: সোহাগে জড়ায়,
তখন আমি জানি সে আর তার রাজকুমারী।
তাইতো বন্ধু, অনেক ধন্যবাদ মজাদার ইমো দেবার জন্য ।