ছোট কবিতার কথা

ছোট কবিতার মতোন জীবনও ছোট…..
বলা হবে একদিন অথবা একদিনের কিছু অংশ
তবুও অবাধ্য পাঠক চোখের কোনো লাগাম নেই!

যা খুশি…. তাই দেখি অন্তরা, মন্তরা
ঘোড়ার পিঠে লেপ্টে থাকা তুলট সময়
সাহারা থেকে আন্দালুসিয়া…
কে জানে না
কিছুদিন হয় সময়েরও হয়েছে হিস্ট্রিরিয়া!

আসলে নিজের ভেতর ডুব সাঁতার দেওয়া দরকার
যেখানে অচল মহাসড়ক যেমন আছে
সেখানে অতল মহাসমুদ্র আছে
এমন কি মহামহিম তিনিও আছেন!

1 thought on “ছোট কবিতার কথা

  1. যেখানে অচল মহাসড়ক যেমন আছে
    সেখানে অতল মহাসমুদ্র আছে
    এমন কি মহামহিম তিনিও আছেন! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।