ভুলেই যায়

1249285286

কিছু কিছু মন ভাবনা এখন
আমের স্বাদ জামের মতো আর
মধুর স্বাদ চিনির মতো করতে চায়
কিন্তু সবারি নিজস্ব স্বাদ আছে-
খুব খুব সহজে ভুলেই যায়;
নিজেটাকেই শুধু বড় করতে চায়
লজ্জার বোধটুকু নাই- এই থেকে
বুঝা যায় নিজস্ব জ্ঞান শূন্যতা
প্রকৃতি জ্ঞান লুকোচুরি খেলায় ধন্য
নিজস্ব বলতে কিছু আছে- বুঝতে হবে
একান্ত গভীরে আপন আঙ্গীনায়
তবেই কাব্যিক রসে পাবে গুনার্নিয়।

১৯ মাঘ ১৪২৮, ০২ ফেব্রুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভুলেই যায়

    1. জি কবি মহী দা
      কাব্যপাঠে চমৎকার লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

  1. নিজস্ব বলতে কিছু আছে- বুঝতে হবে
    একান্ত গভীরে আপন আঙ্গীনায়। ___ সুন্দর উপমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      কাব্যপাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।