মোবাইলে আজ

মোবাইলে আজ কেড়ে নিলো
নিদ্রা সুখের স্বাদ,
নবীন যারা বুঝে না গো
টাকা লুটবার ফাঁদ।

এই প্রজন্মের পড়াশোনা
আজ যে সবই শেষ,
মোবাইল যে সাথে হলে
ভাবে আছে বেশ।

বাসে ট্রেনে যাতায়াতে
দেখি চক্ষু স্থির,
চারিপাশে তাকায় না আর
যতো হোক সে ভিড়।

যুবক তারা কই আর হাঁটে
হাড়ের হচ্ছে ক্ষয়,
বাজে ছবি দেখে দেখে
চরিত্র তার লয়।

চোখের জ্যোতি যাচ্ছে কমে
মোবাইলে যে হায়,
বন্ধু ভেবে দিন রাত সাথে
সময় বয়ে যায়।

5 thoughts on “মোবাইলে আজ

  1. বাসে ট্রেনে যাতায়াতে
    দেখি চক্ষু স্থির,
    চারিপাশে তাকায় না আর
    যতো হোক সে ভিড়। ___ সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।