প্রথম যে শার্টটা পরিয়াছি তার
কাঠ বোতামের সুতো রং যেন
মাথা মুণ্ডুর হরিণ দৌড়াইয়া যায়
অতি সামনেই। খুব দূরে না-
আমার বুক সমাপ্তির বন পর্যন্ত
একটা হরিণ কামনা বিধুর বনে
চরিয়া বেড়ায়-না জানি তুমিও
এমন ভাবে স্থির হইয়া আছো-
শত বছর কাকাতুয়া মনে
এক বিস্ময় শরীর আমন্ত্রণ জানায়
ধরো, বন ভর্তি ম্যানগ্রোভের সংসারে!
২৭ জানুয়ারি ২২
শত বছর কাকাতুয়া মনে
এক বিস্ময় শরীর আমন্ত্রণ জানায় … ধরো, বন ভর্তি ম্যানগ্রোভের সংসারে!